বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশের মাধ্যমেই গণমাধ্যমের মর্যাদা অটুট রাখা সম্ভব
নিজস্ব প্রতিবেদক ::
গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের ভূমিকাকে সামনে রেখে ঢাকা থেকে আগত জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সভায় জাতীয় ও স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও কিংবদন্তি ক্রাইম রিপোর্টার পারভেজ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুভি বাংলা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার কৌশিক আহমেদ সোহাগ এবং আলতাফ হোসেন অমি।
সভায় বক্তারা বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব ও সামাজিক প্রতিশ্রুতি। গণমানুষের অধিকার, দুর্নীতি উন্মোচন ও রাষ্ট্রীয় স্বচ্ছতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।” তাঁরা আরও বলেন, “বর্তমানে সাংবাদিকরা একদিকে যেমন তথ্যপ্রযুক্তির সুযোগ-সুবিধা ভোগ করছেন, অন্যদিকে নানা ধরনের চাপ ও হুমকির মুখে কাজ করছেন। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সংহতি ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”
সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজাদুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত। এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান, হাবিব উল্লাহ মিসবাহ, আব্দুশ শহীদ শাকির, সাইফুর রহমান, মাহতাব উদ্দিন প্রমুখ।
মতবিনিময়ে আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে, সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট ও তথ্যপ্রাপ্তির স্বাধীনতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, জাতীয় ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং তথ্য বিনিময়ের সুযোগ, স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের উদ্যোগ ও দক্ষতা উন্নয়ন, ডিজিটাল সাংবাদিকতা, মাল্টিমিডিয়া রিপোর্টিং ও মোবাইল জার্নালিজম।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা বজায় রাখতে হলে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশের মাধ্যমেই গণমাধ্যমের মর্যাদা অটুট রাখা সম্ভব। সভায় জাতীয় পর্যায়ের অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ এবং যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার শেষে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই মতবিনিময় সভা জকিগঞ্জের সাংবাদিক সমাজের জন্য একটি শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। এই আলোচনার মাধ্যমে আমরা নতুন দৃষ্টিভঙ্গি, কৌশল ও অনুপ্রেরণা লাভ করেছি।”