গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাহিম ওই গ্রামের মাওলানা আব্দুল হালিমের ছেলে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফাহিমদের পরিবারের সঙ্গে পাশের বাড়ির ফুফুর পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার রাত ১০টার দিকে এ নিয়ে কথাকাটাকাটি শুরু হলে তা দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে ফুফাতো ভাই সাঈদ আহমদ ধারালো ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করেন।
নিহতের ভাই কামরান হোসেন জানান, “ফাহিম প্রতি বৃহস্পতিবার শহর থেকে বাড়ি আসতো। এবার একদিন আগেই বাড়ি আসে। এরপরই ফুফু ও তার ছেলেরা তাকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সাঈদ ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। আমি তখন বাড়িতে ছিলাম না। খবর পেয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষ রক্ষা হয়নি।”
বর্তমানে নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”