বিশ্বনাথ প্রতিনিধি :: যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রীড়া সংগঠক রায়হান আহমেদের সাথে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সংগঠনের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের সঞ্চালনায় মতবিনিময় অংশ নেন যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রিড়া সংগঠক রায়হান আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কার্যকরী সদস্য কামরুল আশিকী, সদস্য রাজা মিয়া, প্রাথমিক সদস্য কামরুল হাসান, তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সিলেট মহানগরের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ, বিশ্বনাথের ব্যবসায়ী জাহিদ হাসান আজাদ।
সভায় স্থানীয় সাংবাদিকতা এবং ক্রিড়াঙ্গনের অতীত ও বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
নিজের বক্তব্যে প্রবাসী রায়হান আহমেদ বলেন, বিশ্বনাথের তরুণদের মাঝে দারুণ সব প্রতিভা রয়েছে। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি পৃষ্ঠপোষকতা করলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বিশ্বনাথের নাম উজ্জ্বল করবে।' তিনি বিশ্বনাথের সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠতা বজায় রেখে নির্ভীক সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত রেখে বলেন, 'আমরা প্রবাসীরা যেকোনো প্রয়োজনে সাংবাদিকদের পাশে আছি।' এছাড়াও, প্রবাসে থেকেও এলাকায় বিভিন্ন শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কাজে নিজেকে অংশিদার রাখার অঙ্গীকার ব্যক্ত করেন রায়হান আহমদ।
সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রিড়া সংগঠক রায়হান আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ বলেন, 'সাংবাদিক ও ক্রিড়াবান্ধব প্রবাসী রায়হান আহমেদের মত মানুষ এই সমাজে খুবই প্রয়োজন। তাদের মত ব্যক্তিদের অনুপ্রেরণাই আমাদেরকে এগিয়ে চলায় অনুপ্রেরণা জোগায়।'