বাংলাদেশে ঢুকে পা ধরে মাফ চাইল বিএসএফ দাদাবাবুরা!

 

বাংলাদেশে অনুপ্রবেশ করে বিএসএফ সদস্য বিজিবির কাছে ধরা পড়ে, আতঙ্কে পা ধরে মাফ চাইছে — ভাইরাল ভিডিওর দৃশ্য।

দিন যায়, দাদাবাবুরা বদলায় না—সীমান্ত ভুল করে পার হলেই বাংলাদেশিদের বুকে গুলি চালিয়ে বুক ফাটিয়ে দেন, যেন তারা কোনো মানুষ নয়, নিশানা প্র্যাকটিসের টার্গেট! এমন বহু ঘটনা ঘটেছে, যেখানে গরু খোঁজ করতে গিয়ে বা ভুলে সীমান্ত অতিক্রম করা বাংলাদেশিদের লাশ পড়ে থাকে কাঁটাতারে। কিন্তু এইবার খেল পাল্টে গেছে, ভাই!

দিনাজপুর সীমান্তে এমন এক ঘটনা ঘটেছে, যা শুনলে হাসি চাপা কঠিন! দুই ভারতীয় বিএসএফ জওয়ান নিজেদের দাদাগিরি দেখাতে এসে বাংলাদেশের মাটিতে ঢুকে পড়েন—তাও অস্ত্রসহ! উদ্দেশ্য ছিল গরিব কৃষক ধরে নিয়ে যাওয়া, কিন্তু বাঙালির সাহস কি আর ঠেকায় যায়? জনতা ও বিজিবির হাতে ধরা পড়তেই যা ঘটল, তা সিনেমাকেও হার মানায়।

জনতা আর বিজিবির সক্রিয়তায় দুই সাহেবজাদা জওয়ান ধরা পড়লেন পাকড়াও হয়ে। ভিডিওতে দেখা যায়, আতঙ্কে চিৎকার করছেন, হিন্দিতে কিছু বলছেন—কিন্তু স্পষ্ট বোঝা যায় না। তবে মুখভঙ্গি ও আচরণে বোঝা যাচ্ছিল, তারা চরম ভীত। অস্ত্রসহ যারা ঢুকেছিল দাদাগিরি করতে, তারাই এখন নিজেদের বাঁচাতে কাঁপছে! এই ভিডিও ফাঁস হতেই পুরো নেটপাড়া কাঁপছে হাসিতে। সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি ফেসবুকে ভিডিওটা আপলোড করেন, আর তখন থেকেই শুরু 'দাদাবাবু মাফি আন্দোলন'!

বিজিবি তাদের দায়িত্ব পালন করেছে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে। না গুলি, না লাথি—তাদের হস্তান্তর করে বুঝিয়ে দিয়েছে, বাংলাদেশের বর্ডারে এখন ‘দাদাবাবু’র নাটক চলবে না।

সীমান্তে যারা বাঙালিকে ভয় দেখাতে চেয়েছিল, তারা আজ নিজেরাই ভাইরাল ভিডিওর কান্নার নায়ক! বুক চিরে গুলি নয়, এবার হল পা জড়িয়ে ক্ষমা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন