যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

বিশ্বনাথ প্রতিনিধি  :

যুক্তরাজ্যের মাটিতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে আজ বাংলাদেশের বাইরে বিশ্বনাথের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত। গত তিন দশকে বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে এই ট্রাস্ট অসামান্য অবদান রেখে চলেছে। যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বিশ্বনাথীদের মধ্যে এটি সবচেয়ে বড় সংগঠন হওয়ায় প্রতি বছর বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন।

বিগত বছরের তুলনায় এবার রেকর্ড সংখ্যক নতুন ট্রাস্টি অন্তর্ভুক্ত হওয়ায়, এবারের বার্ষিক এজিএম-এ প্রবাসী বিশ্বনাথীদের উপস্থিতি আরও ব্যাপক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাস্টের চেয়ারপারসন মাফিজ খান। বার্ষিক এজিএম উপলক্ষে গত ২৮ এপ্রিল ট্রাস্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারপারসন মাফিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার খানের পরিচালনায় শুরু হওয়া সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের ট্রেজারার আখলাকুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন: সহ-সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, মোহাম্মদ কবির মিয়া, সহকারী ট্রেজারার হাসিনুজ্জামান নুরু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন, নির্বাহী সদস্য আবুল হোসাইন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এম এ সালাম, শেখ মব্বশির আলী ও গিয়াস মিয়া।

এ বছর ট্রাস্টে নতুন ৩২ জন ট্রাস্টি অন্তর্ভুক্ত হওয়ায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আগামী ১১ মে, রবিবার অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত এজিএম-এ সকল ট্রাস্টির উপস্থিতি কামনা করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন