গাজীপুরে মাওলানা রইছ উদ্দীনকে লাঞ্ছনার পর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “এই মর্মান্তিক ঘটনা ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে।”
বিবৃতিতে বলা হয়, আহত অবস্থায় পুলিশ মাওলানা রইছ উদ্দীনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়, যেখানে তিনি চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা তাঁকে অমানবিক আচরণ করে পানি দিতেও অস্বীকৃতি জানায়।
তালামীযে ইসলামিয়া দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে নিহত আলেমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।