সিলেটবাসীর জন্য দারুণ এক সম্ভাবনার খবর আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে। প্রিমিয়ার লিগে খেলা ব্রিটিশ-বাংলাদেশি তারকা হামজা চৌধুরীকে সিলেটের মাঠে দেখতে পারে এই অঞ্চলের ফুটবলপ্রেমীরা। নভেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাফুফে চায়, এই ম্যাচটি আয়োজন হোক সিলেট জেলা স্টেডিয়ামে। একইসঙ্গে হংকংয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
এ বিষয়ে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য ইকবাল হোসেন জানিয়েছেন, তিনি ইতিমধ্যে সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন এবং মাঠের কন্ডিশন ভালো রয়েছে বলে জানিয়েছেন। যেহেতু বর্তমানে সেখানে কোনো লিগ ম্যাচ হচ্ছে না, ঘাস কিছুটা বড় হয়ে গেছে, তবে প্রয়োজনীয় সংস্কার করলেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব। এর আগে সিলেটে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলেও, এবার প্রথমবারের মতো এমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার ম্যাচ আয়োজন হতে পারে।
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে জাতীয় দলের হয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর মার্চের ১৭ তারিখে তিনি সিলেটে আসেন এবং স্নানঘাটের নিজ এলাকায় পা রাখার পরই পান উষ্ণ সংবর্ধনা। সেই দিন সিলেটবাসী তাঁকে দেখেছেন, এবার তাঁর খেলা দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। বাফুফে আশাবাদী, যদি হামজা খেলেন, তাহলে সিলেট স্টেডিয়ামে উপচে পড়া ভিড় হবে গ্যালারিতে।
এখানেই শেষ নয়, হামজার সঙ্গে আরও এক সম্ভাবনার নাম হলো শমিত সোম। কানাডা প্রবাসী এই তরুণ ফুটবলারেরও জাতীয় দলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি হামজা ও শমিত একসঙ্গে মাঠে নামেন, তবে তা সিলেটের ফুটবল ইতিহাসে এক গর্বের অধ্যায় হয়ে থাকবে। ইকবাল হোসেন বলেন, "সিলেটে অতীতে যে ম্যাচগুলো হয়েছে, সেখানে দর্শকের ভালো সমাগম আমরা দেখেছি। হামজা–শমিত থাকলে সেটি হবে আরও দারুণ কিছু।"
সবকিছু ঠিকঠাক থাকলে, সিলেটবাসীর সামনে নতুন করে ফুটবল উৎসবের দরজা খুলে যেতে পারে। শুধু একজন তারকা নয়, বরং পুরো অঞ্চলের সম্মান জড়িয়ে থাকবে এই ম্যাচে। এখন অপেক্ষা, বাফুফের উদ্যোগ বাস্তবায়নের এবং সিলেটের মাঠে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ আয়োজনের।