সিলেটের মাটি, শেখ হাসিনার ঘাঁটি,' 'অবৈধ আইসিটি কোর্ট, জনগণ মানে না', 'হত্যাকারী খুনী ইউনূসের ফাঁসি চাই' সংবলিত ব্যানারে ঝটিকা মিছিলে নেতৃত্বদানকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে র্যাব-পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে সিলেট শহরের মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ছাত্রলীগের এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯ এর অভিযানে তারা আটক হন। র্যব-৯ এর এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে।
অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।
র্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সিলেট শহরে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের অংগসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে সোমবার দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়।
মিছিলটি সিলেট শহরের চৌহাট্টা পয়েন্টের আগেই ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন নেতাকর্মীরা।