গোলাপগঞ্জে দোকান ভাংচুর ও লুটপাট, উপজেলা ঘিরে চাঞ্চল্য

গোলাপগঞ্জ প্রতিনিধি :
 
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে সরকার বিরোধী দমন অভিযানের নামে একটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুলাই ২০২৪) বিকেল বেলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের তত্ত্বাবধানে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর বাজারে অবস্থিত ‘হামিদ এন্টারপ্রাইজ’ নামক দোকানে হঠাৎ হামলা চালিয়ে ভাংচুর ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় একদল ব্যক্তি। 

ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে আব্দুস সামাদের পিতা ইউনিয়ন জামাতের নেতা গেদন মিয়া বলেন, ঘটনা সত্য তবে আমার ছেলের সাথে আমাদের সম্পর্ক নাই। তার কোনো কর্মকাণ্ডের সাথে আমাদের সংশ্লিষ্টতাও নাই এবং এর দায়ভার আমি কিংবা আমার পরিবার নিবে না। 

এ প্রসঙ্গে হাফিজ হামিদ হোসাইনের বড় ভাই আবুল হাসনাত বলেন, “এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হামলা। পারিবারিক শত্রুতার জের ধরে এই লুটপাট চালানো হয়েছে। আমার ভাই হামিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সে গত এক বছর ধরে লন্ডনে অবস্থান করছে এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।” 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তবে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন