জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাসুদুর রহমান। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি সদ্য বিদায়ী ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ইউএনও মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মাসুদুর রহমান সম্প্রতি ১৪১তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পান।
সূত্র আরও জানায়, খুব শিগগিরই তিনি জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।অন্যদিকে, জকিগঞ্জের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পাওয়ায় তিনি নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন।
