শাহ্ মাশুক নাঈম :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, খামারী ও উদ্যোক্তা। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দেশীয় জাতের প্রাণিসম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও জনগণকে সচেতন করা।
সকালে হাসপাতাল চত্বর থেকে একটি রঙিন শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এস এম এমদাদুল হক-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন। উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, খামারী ও উদ্যোক্তা নুর উদ্দিন বক্তব্য রাখেন। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ আবু হেনা মোস্তফা স্বাগত বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ। তারা লাম্পি স্কিন ডিজিজ, ক্ষুরা রোগ ও ছাগলের পিপিআর প্রতিরোধে টিকা প্রয়োগ এবং নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম বাস্তবায়নের কথা তুলে ধরেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তাদের অংশগ্রহণ, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে উৎসবের সূচনা করেন। এ ছাড়াও হাসপাতাল প্রাঙ্গরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ২৫টি স্টলে গবাদিপশু, পাখি, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়। স্থানীয় জনসাধারণ, উদ্যোক্তা ও অন্যান্য শ্রেণীর মানুষ স্টলগুলো পরিদর্শন করেন।
