খলাছড়া জনকল্যাণ সংস্থার উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ


জকিগঞ্জ প্রতিনিধি 

খলাছড়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে খলাছড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খলাছড়া জনকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হক কামান্ডার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সদস্য সচিব মাওলানা ময়নুল হক।

বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক সংহতি আরও জোরদার করে।

পোশাক হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। আয়োজক সংগঠন জানায়, ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। মানবিক এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন