সুনামগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক বলেছেন, ধানের শীষে ভোট দিলে হাওর পাড়ের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়ন এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক দাবি করেন, বিএনপি সবসময় উন্নয়ন করে এবং মানুষের বিপদ–আপদে পাশে থাকে। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে হাওরবাসীর জন্য প্রয়োজনীয় সব প্রকল্প, কর্মসংস্থানের সুযোগ ও সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মিথ্যা তথ্য ছড়ানো ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যারা—তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না।”
উঠান বৈঠকটি সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান ও শাহ জামাল তালুকদার। যৌথ সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী ও সমিজ উদ্দিন তালুকদার।
বৈঠকে আনিসুল হক আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের কোটি মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার স্বপ্ন দেখছে। হাওর অঞ্চলের মানুষও সেই স্বপ্নে বিশ্বাসী। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান—ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে এবং তারেক রহমানের সালাম পৌঁছে দিতে।
