জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদের হুঁশিয়ারি দিলেন সিলেটের ডিসি

বিশ্বনাথ প্রতিনিধি :

জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো জায়গায় অবৈধ স্থাপনা থাকলে তা উচ্ছেদ করা হবে বলে সতর্ক করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিসি সারওয়ার আলম বলেন, “ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রয়োজনে আরও অভিযান পরিচালনা করা হবে।”

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নিয়ে তিনি মন্তব্য করেন, “আমার আগমনের খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা রক্ষার উদ্যোগ নিয়েছে, ফলে পরিবেশ কিছুটা উন্নত হয়েছে। তবে এই মান ধরে রাখা প্রয়োজন।”

তিনি আরও জানান, “এত বড় প্রতিষ্ঠানে মাত্র চারজন চিকিৎসক কর্মরত আছেন, যা সেবা প্রদানে বড় চ্যালেঞ্জ। চিকিৎসকদের উপস্থিতি ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সিসিটিভি নজরদারি কার্যকর ভূমিকা রাখতে পারে।”

স্থানীয়দের উদ্দেশে ডিসি বলেন, “হাসপাতাল এলাকায় অপ্রয়োজনে কেউ আড্ডা দেবেন না; এতে চিকিৎসক ও নার্সদের কাজ ব্যাহত হয়।”

সরকারি ওষুধ বেসরকারি ফার্মেসিতে বিক্রির বিষয়ে তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে তিনি বিশ্বনাথ থানা, উপজেলা প্রশাসন, ভূমি, কৃষি, সমাজসেবা, প্রাণিসম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা পরিদর্শন করেন। বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাউন্ড সিস্টেম, ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন।

পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

প্রসঙ্গত, জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর এটি ছিল সারওয়ার আলমের প্রথম বিশ্বনাথ সফর। তার আগমন ঘিরে সকাল থেকে এলাকা জুড়ে দেখা যায় ভিন্ন চিত্র পরিচ্ছন্ন রাস্তা, যানজটমুক্ত পৌর এলাকা এবং হকারমুক্ত বাসিয়া ব্রিজ এলাকা। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর পরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন