সিলেটের চার কলেজসহ ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেলো দেশের ৮১টি কলেজ


সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সরকারি কলেজগুলোর নতুন ক্যাটাগরি তালিকা প্রকাশ করেছে। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সরকারি কলেজসমূহকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের সুবিধার্থে চারটি শ্রেণিতে (এ, বি, সি, ডি) বিভক্ত করা হয়েছে। এই পুনর্বিন্যাসে ছাত্রসংখ্যা ও অনার্স বিভাগের সংখ্যা অনুসারে মোট ৮১টি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

নতুন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত কলেজগুলোতে ছাত্রসংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্স বিষয়ে ১০টির বেশি বিভাগ পরিচালনা করে। তালিকায় সিলেটের মুরারি চাঁদ কলেজসহ বৃন্দাবন, মৌলভীবাজার ও সুনামগঞ্জ সরকারি কলেজসহ ঢাকার ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ, সরকারি চট্টগ্রাম কলেজ এবং দেশের অন্যান্য উল্লেখযোগ্য সরকারি কলেজ রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, টাঙ্গাইল, যশোর, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ ও অন্যান্য অঞ্চলের সরকারি কলেজগুলোও ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই নতুন শ্রেণিবিন্যাস কলেজগুলোর প্রশাসনিক কাঠামো, জনবল বণ্টন, একাডেমিক সেবা এবং উন্নয়ন পরিকল্পনা আরও সুসংহত করতে সহায়ক হবে। এটি কলেজগুলোর কার্যক্রম এবং শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন