সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে জামালগঞ্জে গণমিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মান্নানঘাট ও সেলিমগঞ্জ বাজার এলাকাজুড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পুরো পথজুড়ে ধানের শীষে ভোট চাওয়ার স্লোগানে পরিবেশ উত্তাল হয়ে ওঠে।
মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ।
নূরে আলম ফরাজি বলেন, মাহবুবুর রহমান দীর্ঘদিন দলের কঠিন সময়ে পাশে ছিলেন। মামলা ও হামলার সময় তিনি নেতাকর্মীদের শক্তি দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়ন করবেন।
মোজাম্মেল হক স্বপন বলেন, মাহবুবুর রহমানের নেতৃত্বে তারা গত সতের বছর আন্দোলন করেছেন। তরুণ প্রজন্মও তাকে প্রতিনিধিত্ব করতে দেখতে চায়। আজকের গণমিছিলের জনসমাগম প্রমাণ করে তিনি এই অঞ্চলের জনপ্রিয় একজন নেতা। তিনি মনে করেন কেন্দ্রীয় সিদ্ধান্তে এর প্রতিফলন থাকবে।
