চলতি বছরের সব মাহফিল স্থগিতের ঘোষণা মিজানুর রহমান আজহারীর


নির্বাচনের আগে সব তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারী

অনলাইন ডেস্ক : 

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী চলতি বছরের সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আজহারী তাঁর পোস্টে লিখেছেন, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।

ওই পোস্টের কমেন্টে তিনি জানান, গত বছর আটটি বিভাগে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলগুলোতে লাখো মানুষের উপস্থিতি দেখা গেছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যে পেশাদারিত্ব দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন ঘিরে সতর্ক সিদ্ধান্ত আজহারীর

আজহারীর ভাষ্যমতে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বড় আকারের সভা-সমাবেশ শুরু করেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে এসব রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন হবে।

তিনি বলেন, “জাতীয় স্বার্থে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাড়তি দায়িত্ব পড়বে। তাই এই সময় নতুন কোনো বড় আয়োজন করা যুক্তিযুক্ত নয়।”

আজহারী আশা প্রকাশ করেন, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে তিনি আবারও দেশজুড়ে তাফসিরুল কুরআনের মাহফিল নিয়ে ফিরবেন।

নতুন উদ্যোগে সময় দিচ্ছেন আজহারী

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, সম্প্রতি প্রতিষ্ঠিত Hasanah Foundation–এর কার্যক্রমেও তিনি এখন সম্পৃক্ত আছেন। শিক্ষাক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদান রাখার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।

“বর্তমানে ফাউন্ডেশনের কাজেই আমাকে পুরোপুরি মনোনিবেশ করতে হচ্ছে,” বলেন আজহারী।

সবশেষে তিনি অনুসারীদের উদ্দেশে বলেন, “সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন