বিশ্বনাথে মোক্তার আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি :

‎সিলেটের বিশ্বনাথে মোক্তার আলী ফাউন্ডেশনের আয়োজনে চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয় শনিবার (১৫ নভেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

‎পরীক্ষা নিয়ন্ত্রক ও ফাউন্ডেশনের সদস্য সচিব আহমদ আলী হিরন বলেন, আগের বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পরীক্ষা কেন্দ্রের আশপাশে অভিভাবকদের উপস্থিতিও লক্ষণীয় ছিল বলে জানান তিনি। তার মতে, স্থানীয়দের সহযোগিতা অব্যাহত থাকলে এই উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়া সম্ভব হবে।

‎উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মোট ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ম ও ৭ম শ্রেণির ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

‎পরীক্ষার সময় কেন্দ্রটি পরিদর্শন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী এবং আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন