আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ


নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। তিনি যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটস বরোর সাবেক স্পিকার ও নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।

ব্যারিস্টার খালেদ বিশ্ববিখ্যাত থিংকট্যাংক Royal Institute of International Affairs–Chatham House-এর সদস্য। এছাড়া তিনি মর্যাদাপূর্ণ London Mayor’s Association-এর লাইফ মেম্বার এবং The Society of British Bangladeshi Solicitors-এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদের জন্ম সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামে। তিনি আমলশীদ গ্রামের বিশিষ্ট শিক্ষক মাস্টার রফিকুল ইসলামের পুত্র।

আন্তর্জাতিক অঙ্গনে তাঁর অভিজ্ঞতা ও প্রভাব ট্রাইব্যুনালের কার্যক্রমকে বৈশ্বিক পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন