মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জুনেদ মিয়ার বাড়ি একই ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনুমুখ ইউনিয়নের জাঙ্গালের পুলের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার লুঙ্গির ভাঁজে থাকা ব্যাগ থেকে ১২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেদ ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, “পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে। আটক জুনেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
