ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে এক ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক ইসলামি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের উদ্যোগে আয়োজিত প্রথম গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয় গত ৮ নভেম্বর শনিবার ওল্ডহ্যামের গ্র্যান্ড ভেন্যু হল–এ।
চার শতাধিক শিক্ষার্থী আলিম, আলিমা, ক্বারী–ক্বারিয়া ও হাফিজে কোরআন হিসেবে সম্মাননা লাভ করেন। এই আয়োজনকে নর্থওয়েস্ট অঞ্চলে ইসলামি শিক্ষা ও নৈতিক উন্নয়নের এক নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন উপস্থিত সুধীজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব ফুলতলী। তিনি তাঁর হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক বক্তব্যে তরুণ প্রজন্মকে দ্বীনের পথে অটল থাকার আহ্বান জানান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করেন।
গ্রাজুয়েশনের অংশ হিসেবে হিফয, কিরাত ও আলিমী কোর্স সম্পন্নকারী ছাত্রদের মাথায় পবিত্র সাদা পাগড়ি পরিয়ে দেওয়া হয়; আর ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা রুমাল ও উপহার সামগ্রী। মুহূর্তেই পুরো হল পরিণত হয় আনন্দ, গর্ব ও আধ্যাত্মিক আবেগের মিলনস্থলে।
দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী শুভেচ্ছা বক্তব্যে বলেন,
“এটি কেবল একটি গ্রাজুয়েশন নয়; এটি আমাদের সন্তানদের চরিত্র গঠন ও নৈতিকতার মজবুত ভিত্তি স্থাপনের প্রতীক।”
তিনি অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, স্পন্সর ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ–এর সভাপতি ও দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের ট্রাস্টি চেয়ারম্যান হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন—
“ভবিষ্যতে সবার সহযোগিতায় একটি পূর্ণাঙ্গ বোর্ডিং মাদরাসা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন —
- দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল ও আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী,
- ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী,
- লাতিফিয়া কারী সোসাইটি ইউকে ও আয়ারল্যান্ডের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান।
গ্রাজুয়েশন সেরেমনি উপলক্ষে প্রকাশিত হয় একটি বর্ণাঢ্য স্মারক।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মরহুম শায়খুল ইসলাম আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর দ্বীনি খিদমাতের মকবুলিয়ত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।
