বুধবার (১লা অক্টোবর), তিনি বিশ্বনাথ পৌরসভার কৃপাখালী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব বলেন, "বিএনপি বিশ্বাস করে— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা চাই, এ দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। আপনাদের যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।"
তিনি আরও বলেন, "আমার বাবা এম. ইলিয়াস আলী এই এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল ছিলেন। আজও সেই মূল্যবোধ নিয়েই আমি আপনাদের পাশে আছি।"
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃপাখালী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি রানা সরকার, সাধারণ সম্পাদক খোকন সরকার, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খায়ের, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুজন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সুহেল আহমদ ও ইসলাম উদ্দিন, উপজেলা যুবদল নেতা আব্দুর রহমান ও আব্দুল হালিম, ছাত্রদল নেতা মোঃ জাবের উদ্দিন, সমাজসেবক আব্দুল মুত্তলিব ও খালেদা হোসেন বাদশা, এবং স্থানীয়দের মধ্যে ছানা সরকার, সুশীল সরকার, বরদা সরকার, নীরেদ সরকার, জিতু সরকার, রস সরকার, সজল সরকার, বিনধ সরকার, নিপিন্ড সরকার, অকিল সরকার, সুজিত সরকার প্রমুখ।