জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার সরকারি কলেজের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এ সময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কলেজ ছাত্রদলের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
মিছিলে নেতাকর্মীরা ‘বিচার বিচার বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘জুবায়েদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জগন্নাথে লাশ পড়ে, ইন্টেরিম কী করে?’ ইত্যাদি স্লোগান দেন।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আল মাসুম, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল নেতা ছারয়ার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা রাব্বি, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান রিয়াদ, সহ-সভাপতি আজহার মাহমুদ সুয়েব,সহ-সাধারণ সম্পাদক সাদমান মাহতাব ফাহিম,সহ-সাধারণ সম্পাদক সাইফ আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক তানজিল ইসলাম,প্রচার সম্পাদক ফারহান ফাহিম তুহিন, সমুজ আলী কলেজ ছাত্রদলের সভাপতি শাহ্ তামিম আহমদ তারেক প্রমুখসহ দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্যবৃন্দ।
