রাজনগরে দুই শতাধিক নারী চা শ্রমিকসহ প্যানেল চেয়ারম্যানের বিএনপিতে যোগদান


রাজনগর প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রামদুলারী নুনিয়ার নেতৃত্বে দুই শতাধিক নারী চা শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।


রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুনের বাসভবনে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, রাজনগর উপজেলায় মোট ১২টি চা-বাগান রয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের পর থেকে উপজেলা বিএনপি ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে কর্মী সম্মেলন আয়োজনের মাধ্যমে দলের কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করেছে। সংগঠনের জনভিত্তি সম্প্রসারণ ও নীতি-আদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে চা শ্রমিকদের মধ্যেও ব্যাপক প্রচার চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাথিউড়া চা-বাগানের নারী শ্রমিকরা বিএনপির নীতি ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারী শ্রমিক ভারত মনি মুনিয়া বলেন, “আমাদের বাগান এলাকার ভোট অনেক সময় নির্দিষ্ট দলের ঘাঁটি হিসেবে বিবেচিত হয়, কিন্তু এখন মানুষ সচেতন হচ্ছে। আমরা স্বেচ্ছায় বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছি। আশা করি, বিএনপির নেতৃত্বে চা শ্রমিকদের জীবনমান উন্নত হবে, আমাদের সন্তানরাও ভালো শিক্ষার সুযোগ পাবে।”

প্যানেল চেয়ারম্যান রামদুলারী নুনিয়া বলেন, “আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। বিএনপির নীতি ও আদর্শে আস্থা রেখেই আমার এলাকার দুই শতাধিক নারী চা শ্রমিকসহ বিএনপিতে যোগ দিয়েছি। আমরা সবাই মিলে বিএনপির প্রার্থী এম. নাসের রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে রাজনগরে বিজয় নিশ্চিত করব।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুন বলেন, “দীর্ঘদিন রাজনগরে বিএনপির কোনো কার্যকর কমিটি ছিল না। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দলীয় কার্যক্রমে গতি এসেছে। মানুষ বিএনপির নীতি ও নেতৃত্বে আস্থা রেখেই দলে যোগ দিচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন