তিন দফা দাবিতে জকিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন।
তিন দফা দাবি আদায়ে সিলেটের জকিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পরও শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষুব্ধ। ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি মেনে না নিলে জাতীয়করণের এক দফা দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা কুতুব উদ্দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন— ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ, উপজেলা দাখিল মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সবুর, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, বারহাল ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক আহমদ হোসেন, ঈদগাহবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমদ, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আহমদুল কবির, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিন ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার শিক্ষক শামিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “বর্তমান সরকারে তিনজন শিক্ষক প্রতিনিধি থাকা সত্ত্বেও বেসরকারি শিক্ষকদের দুঃখ-দুর্দশা এখনো নিরসন হয়নি। আমরা ভিক্ষা চাই না, চাই ন্যায্য অধিকার।” তারা শিক্ষাখাতে উন্নয়নের স্বার্থে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও সরকারি শিক্ষক-কর্মচারীদের সমান সুযোগ-সুবিধা প্রদানের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাব্বির আহমদ, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।