জগন্নাথপুরে অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ে চুরি


জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম-এর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলা পরিষদ সড়কের ইউএনও কার্যালয়ের পাশে এ চুরি সংঘটিত হয়।

এ ঘটনায় পোর্টালের বার্তা সম্পাদক জুয়েল আহমদ জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পোর্টালের নির্বাহী সম্পাদক সাংবাদিক আলী আহমদ জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা দেড়টার দিকে অফিসে গিয়ে দেখেন, তালাবদ্ধ সাঁটারের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান অফিসে থাকা দুটি ল্যাপটপ, ওয়াইফাই রাউটারসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নেই।

সম্পাদক অমিত দেব জানান, প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। উপজেলা পরিষদের পাশে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন