গত ১৬ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৯টায় নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম. বেলাল আহমদ চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।
বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান ও মাওলানা আব্দুল হাসিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হায়দার আলী, মুফতি আশরাফ হোসাইন ফুআদী, মাওলানা সায়েম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুল্লাহ মাহবুব, অর্থ সম্পাদক এম. ফয়সাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মুফতি মারুফ হাসান, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল কাদির, নির্বাহী সদস্য মাওলানা ফজলুল করিম, মাওলানা ফখরুল ইসলাম ইমরান, মাওলানা এখলাস বিন সফরাজ, মাওলানা আব্দুল কাদির, হাফিজ সাইফুল্লাহ প্রমুখ।
বৈঠকে নগরীর দুই ব্যবসায়ী জমিয়তের নীতিমালা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব জমিয়ত বাংলাদেশে যোগদান করেন। সংগঠনের পক্ষ থেকে তাদের যোগদানকে স্বাগত জানানো হয়।
সভায় মহানগর যুব জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মকে ইসলাম, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
