আজ শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগে কমবেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়াবিষয়ক সংস্থা আবহাওয়া ডট কম। এর মধ্যে খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলাগুলোতে আজ রাতে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে সকাল ১১টার পর থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও রাতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লায় দুপুরের আগে বৃষ্টি হওয়ার পর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে বৃষ্টিপাত বাড়তে পারে।
রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও লালমনিরহাটে দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনায় রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগে দুপুরের পর দক্ষিণাঞ্চলের কিছু জেলায় বৃষ্টি হতে পারে, তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে রাজশাহী বিভাগে সামান্য বৃষ্টির আভাস থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।
