সীমান্তের মানুষের কথা বলবে সীমান্ত জার্নাল : জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মিষ্টিমুখ


জকিগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল “সীমান্ত জার্নাল”। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মিষ্টিমুখের আয়োজনের মধ্য দিয়ে এ যাত্রা উদযাপন করা হয়।

পোর্টালের পরিচালক হাবিবুল্লাহ মিসবাহ জানান, “সীমান্ত অঞ্চলের অবহেলিত প্রান্তিক মানুষের খবর, সংস্কৃতি, সংলাপ ও সম্ভাবনার গল্পকে বিশ্বের দরবারে তুলে ধরা—এই পোর্টালের মূল লক্ষ্য।”

শুরুতেই পাঠকদের ভালোবাসায় স্বল্প সময়ে এক হাজার ফলোয়ার অর্জন করেছে সীমান্ত জার্নাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন—
“সীমান্ত জার্নাল জকিগঞ্জের মুখপাত্র হয়ে উঠুক এবং স্থানীয় সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করুক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মুকিত, সাপ্তাহিক জকিগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক তারেক আহমদ, কালেরকণ্ঠের প্রতিনিধি আজাদুর রহমান, দৈনিক জনবানীর প্রতিনিধি আহমদ আল মনজুর, দৈনিক বিকাল বার্তার প্রতিনিধি আব্দুশ শহীদ শাকির, দৈনিক জাগ্রত সিলেটের প্রতিনিধি আহমদ হোসাইন আইমান, দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি সাইফুর রহমান, জকিগঞ্জ টিভির এডিটর জেএফ চৌধুরী ফাহিম, তাহসিন বিডির সম্পাদক মাহতাব উদ্দিন ও দৈনিক আলোকিত সিলেটের প্রতিনিধি তানিম আহমদ প্রমুখ।

তারা নতুন এ অনলাইন নিউজ পোর্টালের সার্বিক সফলতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন