সিলেটের পাঠানপাড়া শিববাড়ি এলাকায় বাসা থেকে ব্যাংকের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন ৪৭ বছর বয়সী ব্যাংকার মফিজুর রহমান বাবুল। নিখোঁজের চার দিন পেরিয়েও তার কোনো খোঁজ পাননি পরিবার। তারা উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং দ্রুত বাবুলকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
বাবুলের স্ত্রী শেখ জেসমিন রহমান জানান, গত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি দুপুরের খাবারের পর ব্যাংকের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। রাত পর্যন্ত বাড়িতে ফেরেননি। রাত ৮টায় ফোনে যোগাযোগ করতে গেলে ফোন বন্ধ পাওয়া যায়। ব্যাংকে ফোন করা হলে জানা যায়, বাবুল সেখানে যাননি।
পরিবার ও সূত্র জানিয়েছেন, বাবুলের ব্যাংকের সঙ্গে কোনো আর্থিক বা বৈবাহিক ঝামেলা ছিল না এবং তিনি অন্য কারো সঙ্গে বিবাদে জড়িত ছিলেন না। নিখোঁজ হওয়ার সময় তার মোবাইল ফোন বেলা ৩.৩০টায় কদমতলী এলাকায় সক্রিয় ছিল; এরপর তা বন্ধ হয়ে যায়।
বাবুল নিখোঁজ হওয়ার ঘটনায় তার ভাইপো মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নাম্বার-৫১৬) করেছেন। পরদিন, ১১ সেপ্টেম্বর জেসমিন রহমান র্যাব-৯-এ আরেকটি জিডি দায়ের করেন।
মোগলাবাজার থানার এসআই মো. নূর উদ্দিন বলেন, “পরিবার ও সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে কথা হয়েছে। অনুসন্ধান চলমান রয়েছে, তবে এখনও নিখোঁজ হওয়ার পেছনের কোনো সূত্র পাওয়া যায়নি। ফোন সচল হলে বিষয়টি পরিষ্কার হবে বলে আমরা আশাবাদী।”