জকিগঞ্জে নৌকা বাইচ শেষে নৌকা ডুবে নিখোঁজ ১

জকিগঞ্জ প্রতিনিধি ::


সিলেটের জকিগঞ্জ উপজেলার আট্রগ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিযোগিতা শেষে বাটইশাই গ্রামের একটি নৌকা সুরমা নদী দিয়ে ফেরার সময় হঠাৎ ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের বাসিন্দা হাসিম আলী (৫৫) নিখোঁজ হন।

এরপর থেকে স্থানীয়রা ব্যাপক খোঁজাখুঁজি চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

এদিকে নদীর আশপাশে অবস্থানকারীদের মানবিক কারণে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন