সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত

সিলেটে ভূমিকম্প

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে, ২৬.৭৪° উত্তর অক্ষাংশ ও ৯২.২৮° পূর্ব দ্রাঘিমাংশে। সিলেট থেকে উৎপত্তিস্থল প্রায় ১৪০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৮, যা মাঝারি শ্রেণীর হিসেবে বিবেচিত।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়েছিল। তখন উৎপত্তিস্থল ছিলো ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা এবং উৎপত্তিস্থলের মাত্রা রিখটার স্কেলে ৫.৬ ধরা হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন