কুমিল্লায় গ্রাম আদালতের সাফল্যে নতুন মাইলফলক

এক বছরে নিষ্পত্তি ৩৮৮২ মামলা, আদায় সাড়ে পাঁচ কোটি টাকা

দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলায় গ্রাম আদালতের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কুমিল্লা জেলার ১৯৩ ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে মোট ৩৫৩৯টি মামলার আবেদন জমা পড়ে, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩৮৮২টি মামলা। এর মধ্যে ১১৯৬টি মামলার আবেদনকারী নারী। একই সময়ে ক্ষতিগ্রস্তদের কাছে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হয়েছে।

সভায় গ্রাম আদালতের সাফল্যের স্বীকৃতি হিসেবে শশীদল ইউনিয়ন পরিষদ (ব্রাহ্মণপাড়া উপজেলা) ও ভাউকসার ইউনিয়ন পরিষদকে (বরুড়া উপজেলা) সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, “গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ কার্যক্রম শক্তিশালী হলে উচ্চ আদালতের মামলার চাপ কমবে। আজ যারা সম্মাননা পেয়েছে, ভবিষ্যতে সবাই যেন এ অর্জনের দাবিদার হয়—সেই লক্ষ্যেই কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার উপপরিচালক মেহেদী মাহমুদ আকন্দ বলেন, “গত এক বছরে গ্রাম আদালতের মাধ্যমে সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় সম্ভব হয়েছে—এটা জেলার বড় অর্জন। সকলে সচেতনতা ও প্রচার বাড়ালে আগামীতে আরও ভালো ফল পাওয়া যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট মেবেল সিলভীয়া রড্রিকস, সহকারী কমিশনার মালিহা সুলতানা, যুব উন্নয়ন ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলার ১৯৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান ও গ্রাম আদালত প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন