অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রাথমিক অনুসন্ধানে তাঁর জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ থাকার প্রমাণ পাওয়ায়, আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাঁর পাঠানটুলাস্থ বাসভবনে দুদকের পক্ষ থেকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ ঝোলানো হয়।
দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, কমিশনের স্থির বিশ্বাস, আনোয়ারুজ্জামান চৌধুরী স্বনামে বা বেনামে বৈধ আয়ের উৎসের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন। এ কারণে দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক তাঁকে, তাঁর স্ত্রী এবং পরিবারের নির্ভরশীল সদস্যদের সকল স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ দাখিল করতে হবে।
নোটিশে স্বাক্ষর করেছেন দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম। নোটিশ অনুযায়ী, আগামী ২১ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিবরণী জমা দিতে হবে। অন্যথায়, আইন ভঙ্গকারী হিসেবে মেয়রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।