বাংলাদেশের ফুটবলে এখন আলোচনায় নতুন প্রবাসী খেলোয়াড়রা। তবে আজকের ম্যাচে হামজা চৌধুরী, শমিত সোম কিংবা ফাহামিদুল ইসলামকে পাচ্ছে না লাল-সবুজ। কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, দলের সেরা কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত থাকলেও বর্তমান স্কোয়াড নিয়েই তিনি আত্মবিশ্বাসী। তার মতে, এই দলের বেশিরভাগ খেলোয়াড়ই সাফ চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান প্রতিযোগিতায় ভালো খেলেছে। তাই কঠিন ম্যাচ হলেও বাংলাদেশ লড়াই করবে পূর্ণ শক্তি নিয়েই।
ম্যাচটি সরাসরি কোথায় দেখা যাবে
ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস চ্যানেলে। এছাড়া অনলাইনে দেখতে চাইলে টি-স্পোর্টস অ্যাপে সাবস্ক্রিপশন কিনে ম্যাচ দেখা যাবে। এছাড়া সম্পূর্ণ ফ্রিতে Sportzfy অ্যাপসে ম্যাচটি উপভোগ করা যাবে। এর জন্য গুগল ক্রোম থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।
পরিসংখ্যানও এগিয়ে রেখেছে বাংলাদেশকে
দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ২৬ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৪ ম্যাচে, নেপাল জিতেছে ৭ ম্যাচে, আর বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে। তবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের স্মৃতি খুব একটা সুখকর নয়। সর্বশেষ জয় এসেছিল ২০১৩ সালে। এরপর অনুষ্ঠিত চার ম্যাচে তিনটিতে হেরেছে বাংলাদেশ, একটি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ২০২২ সালে কাবরেরার অধীনেই ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজরা।
অন্যদিকে নেপাল সাম্প্রতিক সময়ে বেশ শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। সিঙ্গাপুরকে নিজেদের মাঠে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর তারা। তাই বাংলাদেশ বনাম নেপাল আজকের ম্যাচটি হবে সমান তালে লড়াইয়ের।