এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় শিবির। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিতে রাজি নন ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডেসকাট। বিশেষ করে বাংলাদেশের পেস তারকা মোস্তাফিজুর রহমানকে নিয়ে তারা বেশ সতর্ক।
দুবাইয়ে সংবাদ সম্মেলনে ডেসকাট স্পষ্ট জানিয়ে দেন, ‘আমাদের নীতি হচ্ছে সবাইকে সম্মান করো, কাউকে ভয় পেয়ো না। এটা আমাদের প্রক্রিয়া এবং কী অর্জন করতে চাচ্ছি, সেটির বিষয়। আমাদের সেরাটা খেলার দিকেই মনোযোগ থাকবে।’ তিনি আরও যোগ করেন, পাকিস্তানের বিপক্ষে তাদের পারফরম্যান্স পুরোপুরি সন্তোষজনক ছিল না।
বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের রেকর্ড ঈর্ষণীয় হলেও মাঠের লড়াইয়ে সবকিছুই বদলে যেতে পারে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭ বারের সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র একটি। এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও ভারত বনাম বাংলাদেশ ম্যাচে জয়ের খাতা এখনও শূন্য। তবে এই পরিসংখ্যান বদলানোর বড় দায়িত্ব কাঁধে নিতে হবে মোস্তাফিজকে। শ্রীলঙ্কার বিপক্ষে তার ৩ উইকেটের পারফরম্যান্স সবার নজর কেড়েছে।
মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ব্যাটিং কোচ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ধরে ভালো করা, সে আইপিএলেও ভালো করছে। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি। আমরা মোস্তাফিজকেও খুব উঁচুভাবে রেট করি।’
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ রান খরচ করা শরিফুল ইসলামের পরিবর্তে তরুণ তানজিম হাসানকে সুযোগ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ
• সাইফ হাসান
• তানজিদ হাসান
• লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার)
• তৌহিদ হৃদয়
• শামিম হোসেন
• জাকের আলি
• মেহেদী হাসান
• নাসুম আহমেদ
• তাসকিন আহমেদ
• তানজিম হাসান
• মুস্তাফিজুর রহমান
রাত সাড়ে ৮টায় দুবাইয়ে শুরু হবে বাংলাদেশ বনাম ভারত এশিয়া কাপ সুপার ফোরের এই হাই-ভোল্টেজ ম্যাচ। মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এবং বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ওপরই নির্ভর করবে জয়-পরাজয়ের সমীকরণ। বাংলাদেশ বনাম ভারত পরিসংখ্যান যতই এগিয়ে থাকুক, আজকের ম্যাচের ফলাফলই শেষ কথা বলবে।