বাংলাদেশ পুলিশের রেলওয়ে ইউনিটের ২৪টি থানায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হচ্ছে। এর মাধ্যমে দেশের ৬টি জেলার রেলওয়ে থানাগুলো জাতীয় অনলাইন জিডি প্ল্যাটফর্মের আওতায় আসলো।
এর ফলে এখন থেকে দেশের সব থানায় অনলাইন জিডি করার সুবিধা পূর্ণাঙ্গভাবে চালু হলো। নাগরিকরা থানায় না গিয়েই ঘরে বসে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সহজে সাধারণ ডায়েরি করতে পারবেন।
পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন জিডি সেবা নিতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই বারবার এ সেবা ব্যবহার করা যাবে।
অনলাইন জিডি করতে গিয়ে কোনো সমস্যা হলে ২৪ ঘণ্টা চালু হটলাইন ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে শুধু অনলাইন জিডি নয়, বরং ডিজিটাল তদন্ত ও মামলার অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধা যুক্ত করা হবে।