সিলেটে আবাসিক হোটেলে ডিবির অভিযানে নারীসহ আটক ৬

 

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তালহা গেস্ট হাউজে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আলাউদ্দিন (৫০), রেজাউল করিম নোমান (২০) এবং ইয়াসমিন বেগম (২৫)। 

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং ৩৫৬, তারিখ ০৯/০৯/২০২৫, সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরবর্তীতে, রাত অনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানাধীন সিলেট রেস্ট হাউজে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারী ও একজন পুরুষকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন,ইভা রহমান নুপুর (২২), জোবাইদা ইসলাম জুই (২৪) এবং হৃদয় আহমেদ (২৫)। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় নন-এফআইআর নং ১৭৩, তারিখ ০৯/০৯/২০২৫, সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন