এসএমপি জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তালহা গেস্ট হাউজে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আলাউদ্দিন (৫০), রেজাউল করিম নোমান (২০) এবং ইয়াসমিন বেগম (২৫)।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং ৩৫৬, তারিখ ০৯/০৯/২০২৫, সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পরবর্তীতে, রাত অনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানাধীন সিলেট রেস্ট হাউজে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারী ও একজন পুরুষকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন,ইভা রহমান নুপুর (২২), জোবাইদা ইসলাম জুই (২৪) এবং হৃদয় আহমেদ (২৫)। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় নন-এফআইআর নং ১৭৩, তারিখ ০৯/০৯/২০২৫, সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।