ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম
১. প্রথমে আপনার মোবাইল ফোনে Facebook App খুলুন।
২. ডান পাশের ওপরে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy অপশনে যান।
৪. এবার Settings এ ট্যাপ করুন।
৫. এখান থেকে Personal Details অপশনে যান।
৬. আবার একাউন্ট সেটিংস থেকে Personal Details সিলেক্ট করুন।
৭. এবার Account Ownership and Control এ ক্লিক করুন।
৮. স্ক্রিনে থাকা Deactivation and Deletion অপশনে ট্যাপ করুন।
৯. এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন—
•Deactivate Account (সাময়িকভাবে বন্ধ)
•Delete Account (স্থায়ীভাবে বন্ধ)
এক্ষেত্রে আপনাকে Delete Account বেছে নিতে হবে।
১০. এরপর কয়েকবার Continue বাটনে ট্যাপ করুন।
১১. ফেসবুক আপনাকে জিজ্ঞাসা করবে কেন আপনি একাউন্ট ডিলিট করতে চান। সেখান থেকে যেকোনো একটি কারণ নির্বাচন করুন।
১২. এবার আপনার ফেসবুকের Password দিন এবং আবারও Continue করুন।
সবকিছু সঠিকভাবে করলে ফেসবুক আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট করার প্রক্রিয়া শুরু করবে। পুরোপুরি ডিলিট হতে প্রায় ৯০ দিন সময় লাগে।