সিলেট-জকিগঞ্জ সড়কে আবারও রক্তাক্ত হলো। সড়কের বাজার মালিক নাহার মেমোরিয়াল কলেজ সংলগ্ন যাত্রী ছাউনির সামনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক স্কুলছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় সিএনজিতে থাকা বাজার উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে আহত ছাত্রীর পরিচয় এখনো জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন—তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এদিকে ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।