গোয়াইনঘাটে নৃশংস ঘটনা: বিছানাকান্দিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী



গোয়াইনঘাট প্রতিনিধি::

গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দি এলাকায় ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। পারিবারিক কলহের কারণে স্বামী দা দিয়ে হত্যা করেছেন তার স্ত্রীকে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বগাইয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রুবেনা বেগম (৩০)। তিনি একই গ্রামের আলী আহমদ (৩৫)-এর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে কলহ চলছিল। শনিবার দুপুরে উত্তেজিত হয়ে আলী আহমদ স্ত্রীকে হত্যা করেন। ঘটনার পর তিনি নিজেও গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে আটক করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে রুবেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলত। প্রাথমিক ধারণা এটি হত্যাকাণ্ডের কারণ। আলী আহমদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় হাসপাতালে রয়েছেন। আইনগত প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন