জকিগঞ্জ পৌরসভা হারালো এক নিবেদিতপ্রাণ সন্তানকে। সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পঙ্গবট জামে মসজিদের সভাপতি বাবুল হোসাইন (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ২টা ১০ মিনিটে সিলেট ওয়েসিস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ওয়েসিস হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। জানাজার সময় এখনও নির্ধারণ হয়নি।
রাজনৈতিক মহলে আলোচিত ছিলো, আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
বাবুল হোসাইনের অকাল মৃত্যুতে জকিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।
প্রয়াত বাবুল হোসাইন দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেছিলেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই ছিল তাঁর জীবনের মূলমন্ত্র।
স্থানীয়রা বলেন—
“বাবুল হোসাইন ছিলেন সৎ, দায়িত্বশীল ও জনগণের আস্থার প্রতীক। তাঁর মতো একজন সহজ-সরল ও জনপ্রিয় নেতাকে হারিয়ে আমরা শূন্যতায় ভুগছি।”