জকিগঞ্জে প্রবাসীর ঘরে চুরি, থানায় অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের জকিগঞ্জে এক প্রবাসীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির সদস্য মামুনুর রশীদ রুবেল (৩২) জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের চারিগ্রাম (মাদাননগর) গ্রামে তাদের বসতবাড়ির দক্ষিণ পাশ দিয়ে প্রবেশ করে প্রবাসী ছোট চাচা ফখরুল ইসলামের কক্ষের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের দরজা-জানালা খোলা অবস্থায় পাওয়া যায় এবং কক্ষের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

অভিযোগকারী জানান, ঘটনার রাতে তারা পরিবারের সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে চাচী আছমা বেগম দেখতে পান বসতঘরের দক্ষিণ পাশের দরজা খোলা। হৈচৈ শুরু হলে পরিবারের অন্যান্য সদস্যরা এসে কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি প্রবাসে থাকা ফখরুল ইসলামকে জানানো হয়। চাচী দেলোয়ারা বেগমও সিলেট শহর থেকে বাড়িতে ফিরে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অভিযোগে আরও বলা হয়েছে, চোরেরা পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করেছে এবং যেকোনো সময় পুনরায় এমন ঘটনা ঘটাতে পারে। এতে পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।

এ ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রতিবেশীও উপস্থিত হয়ে ঘটনাস্থল প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন