জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গনিপুর ছাহেববাড়ি আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিতে শতাধিক সুন্নি ছাত্র, জনতা ও আশেকে রাসুল অংশগ্রহণ করেন। র্যালিটি কামালগঞ্জ বাজার হয়ে গনিপুর গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসীর দৃষ্টি কাড়ে।
পরে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মস্তাক আহমদ, মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর নূর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন, বারঠাকুরি ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিনসহ অন্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, কোষাধক্ষ আলি মাহবুব, দারুল ক্বিরাত শাখার শিক্ষক হাবিবুর রহমান খাদিমানি এবং বিশিষ্ট সমাজসেবক কোয়েল রানা চৌধুরী।
অনুষ্ঠান শেষে মিলাদ, বিশেষ মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।