মৌলভীবাজারে নির্ঝরের মেধা নির্বাচনী পুরস্কার বিতরণী


জেসমিন মনসুর, মৌলভীবাজার 

মৌলভীবাজার জেলার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নির্ঝর মেধা প্রকল্প আয়োজিত ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩০ আগস্ট শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্ঝরের সভাপতি প্রফেসর ড. মো. ফজলুল আলী। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনেয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামান, নির্ঝরের সহ-সভাপতি প্রফেসর রফি আহমেদ চৌধুরী, প্রফেসর মো. সেলিম ও প্রফেসর সৈয়দ মো. মহসিন।

নির্ঝরের যুগ্ম সম্পাদক মান্নান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী। আলোচনায় অংশ নেন যুগ্ম সম্পাদক ইয়াকুব তাজুল, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, দি ফ্লাওয়ারস কে.জি. অ্যান্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. লোকমান মিয়া, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বাছিত, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপরাজিতা রায়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মুজিবুর রহমান, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দ এহসানা রহমান ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে। পরে অতিথিবৃন্দ ৯৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নির্ঝরের ম্যাগাজিন তুলে দেন। এবারের সেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয় আনন্দ বিদ্যাপীঠ, কুলাউড়া এবং সেরা মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয় দি ফ্লাওয়ারস কে.জি. অ্যান্ড হাই স্কুল

এদিকে বৃটেন থেকে নির্ঝর মেধা প্রকল্প ইউকের চিফ কো-অর্ডিনেটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় অনুষ্ঠানের সফল আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক করুণাময় রায়, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি প্রফেসর ফয়জুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আনকার আহমদ, প্রবাসী সমন্বয়ক ফয়জুর রহমান কয়সরসহ প্রয়াত সকল সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি সংগঠনের অগ্রযাত্রায় দেশে-বিদেশে সকল মৌলভীবাজারবাসীর সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন