দৈনিক শ্যামল সিলেটের প্রধান বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রগতিশীল সাংবাদিকতার অগ্রদূত মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ)–এর ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
সোমবার এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, আবুল হোসেন ছিলেন সততা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার প্রতীক। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক উজ্জ্বল নক্ষত্র হারালো। তিনি ছিলেন সিলেটের সাংবাদিকতার বাতিঘর, যাঁর আদর্শ আজও অনুকরণীয়।
শোকবার্তায় তাঁরা আরও বলেন, আবুল হোসেনের অকাল প্রয়াণ শুধু তাঁর পরিবারের জন্য নয়, গোটা সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি কর্ম ও আদর্শে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
প্রেসক্লাব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।