ইসলামী সংগীত চর্চা করতে গিয়ে যেন মৌলিকত্ব হারিয়ে না ফেলি : মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী


নিজস্ব প্রতিবেদক 

যুগে যুগে মুসলিম কবিগণ নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করেছেন। বাংলা ভাষায় কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমদ, কবি রূহুল আমীন খানসহ অসংখ্য কবি হামদ, নাত ও ইসলামী সংগীত রচনা করে সমৃদ্ধ হয়েছেন। সেই ধারাবাহিকতায় ‘সবুজকুঁড়ি’ দীর্ঘদিন ধরে ইসলামী সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।

শনিবার (৩০ আগস্ট) সিলেটের হযরত শাহজালাল ডি.ওয়াই. কামিল মাদরাসা মিলনায়তনে ‘সবুজকুঁড়ি’ আয়োজিত নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, “আমাদের নিজেদের কল্যাণের জন্য নাতে রাসুলের চর্চা বাড়াতে হবে। তবে ইসলামী সংগীত চর্চায় যেন মৌলিকত্ব নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভিন্ন ভাষার গজল পরিবেশনের ক্ষেত্রে তা বোঝার পর হৃদয়ঙ্গম করে গাওয়া উচিত, তাহলেই আমরা উপকৃত হবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজকুঁড়ির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক কবি রফীকুল ইসলাম মুবীন। যৌথভাবে সঞ্চালনা করেন আবৃত্তি পরিচালক ফারুক মাহদী ও মোস্তাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হুদা খান। উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মুহসিন, হযরত শাহজালাল ডি. ওয়াই. কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাওলানা আবু ছালেহ কুতবুল আলম, তালামীয নেতা কুতুব আল ফরহাদ, হুসাইন আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করেন সবুজকুঁড়ির কেরাত পরিচালক মারুফ আহমদ। পরে সবুজকুঁড়ির বিভিন্ন ব্যাচের শিল্পীরা নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন