অপারেশনের ভয়ে ৯ম তলা থেকে লাফ, প্রাণ গেল ফয়েজের
নিহত তরুণ ফয়েজ আহমদ (৩০) সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। জীবনের ঝুঁকি নিয়েই চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। মূত্রথলি ও মূত্রনালীর জটিল রোগে ভুগছিলেন তিনি। সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেই অপারেশনই যেন হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক।
রবিবার (২৪ আগস্ট) গভীর রাতে, আনুমানিক দেড়টার দিকে, হাসপাতালের ৯ম তলার সিঁড়ির জানালার ফাঁক দিয়ে লাফ দেন ফয়েজ। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। রাত সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ।
একটি অপারেশনের আতঙ্কই কেড়ে নিলো এক তরুণ প্রাণ। রেখে গেলো শোকসাগরে নিমজ্জিত পরিবারকে। কানাইঘাটের গ্রামের মানুষ এখন স্তম্ভিত—চিকিৎসার জন্য যাওয়া ফয়েজের ঘরে ফিরলো শুধু তার লাশ।