![]() |
ছবি :প্রতীকী |
সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে খাদিজা বেগম (২) নামের এক নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রারাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম রারাই গ্রামের ফারুক আহমদের ছোটভাই সৌদি আরব প্রবাসী ময়নুল হকের মেয়ে। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের অগোচরে ছোট্ট খাদিজা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. আব্দুল আহাদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শিশুটি পানিতে পড়ে মারা গেছে।