কারবালার চেতনা যুগে যুগে জুলুমের বিরুদ্ধে প্রেরণা জোগায় — অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান
স্টাফ রিপোর্টার:
কারবালার চেতনা কেবল ইতিহাস নয়, বরং তা যুগে যুগে জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা হয়ে আছে— এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, “শত শত বছর পর আজও আমরা ইমাম হোসাইন (রাঃ)-কে স্মরণ করছি, আলোচনা করছি— এটাই প্রমাণ করে আদর্শ কখনও পরাজিত হয় না। হয়তো কারবালায় ইমাম হোসাইন (রাঃ) আপাতদৃষ্টিতে পরাজিত হয়েছিলেন, কিন্তু তাঁর লড়াই ছিল ন্যায় ও সত্যের পক্ষে। তাঁর আদর্শের পরিসমাপ্তি হয়নি। আমাদের অঙ্গীকার হোক— আমরা নিজে অন্যায় করব না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো।”
তিনি ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘কারবালা: আহলে বাইতের ত্যাগ ও শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আফরাজ আল মাহমুদ এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহমাদ রায়হান ফারহি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী (সাবেক চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাবি)
- অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক (চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাবি)
- সহযোগী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী (আরবি বিভাগ)
- সহযোগী অধ্যাপক মাহদী হাসান (আরবি বিভাগ)
- প্রভাষক মো. হারুন মিয়া (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ)
- প্রভাষক আব্দুল্লাহ যোবায়ের (ইসলামিক স্টাডিজ বিভাগ)
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত ইকরাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান আল হাসান, সহ-প্রচার সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক শামসুল আরেফিন সাহান, অফিস সম্পাদক খন্দকার মাঈন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদওয়ান আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোফাজ্জল রহমান, সদস্য আবু ইসহাক মোহাম্মদ গুলশান, আহমদ ইশতিয়াক তানভীর, সিদ্দিকুর রহমান প্রমুখ।